Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা


বার্তা

স্বাধীনতার চেতনাকে ধারণ করে, জনকল্যাণে সরকারের নীতি বাস্তবায়ন ও স্থানীয় সমস্যা সমাধান করে সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর মাধ্যমে জীবন মানের উন্নয়নই উপজেলা প্রশাসন দুপচাঁচিয়ার লক্ষ্য। একই সাথে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ধারণ ও লালন করে, স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সরকারের বিভিন্ন দপ্তর সমূহ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন অংশীজনের মাঝে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সে লক্ষ বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। এ অঞ্চলে রয়েছে বিস্তীর্ণ সমভূমি ও আবাদযোগ্য কৃষি জমি। ধান, আলু, গমের পাশাপাশি প্রচুর পরিমাণ শাক সবজি উৎপাদিত হয়। এছাড়া বাশ, বেত ও এলুমিনিয়াম ব্যবহার করে কুটির শিল্পের ইতিহাস অনেক প্রাচীন। শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক একটি সমাজ ব্যবস্থা বিনির্মানে এ জনগোষ্ঠীর প্রচেষ্টা অব্যহত। এখানে রয়েছে দেশের বেশ কিছু নামকরা স্কুল, কলেজ ও মাদ্রাসা। যুব সমাজকে বাল্যবিবাহ ও মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করে প্রশিক্ষণমূলক কর্মসূচির আওতায় নিয়ে আসতেও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ ছাড়া বর্তমানে "একটি গুণের চর্চা করি, সোনার বাংলাদেশ গড়ি " নামে সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজও হাতে নেয়া হয়েছে। উপজেলা প্রশাসন দুপচাঁচিয়ার "আইন জানি, আইন মানি" বিষয়ক কার্যক্রমে স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য। সব মিলিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা, জনগণের সেবা নিশ্চিত করা এবং নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করায় অব্যহত ভাবে কাজ করতে উপজেলা প্রশাসন দুপচাঁচিয়া প্রতিশ্রুতিবদ্ধ।