Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফোনে নারী ও শিশু সহায়তা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোলফ্রি হেল্পলাইন ১০৯ 

বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আধীন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগামের প্রোগ্রামের আওতায় নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের উদ্দেশ্য :

          নির্যাতনের শিকার নারী ও শিশুর প্রয়োজনীয় সকল ধরনের সেবা এবং সহায়তা প্রদান নিশ্চিতকরন।

          ভিকটিম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের আইনি বিধি- বিধান সম্পর্কে দিক নির্দেশনা প্রদান

          সরকারী ও বেসরকারী পর্যায়ে বিরাজমান অন্যান্য হেল্পলাইন সম্পর্কে তথ্যপ্রদান।

          ভিকটিম এবং তার পরিবারের সদস্যদের মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান।

          আইনসহায়তা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য সমাজকর্মীর মাধ্যমে বিশেষ পরিস্থিতিতে ভিকটিমকে উদ্ধারে সহায়তা প্রদান।

সহায়তা পেতে যোগাযোগ করুনঃ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার

মহিলা বিষয়ক অধিদপ্তর ভবন (৮ম তলা)

৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০।

 

টোল ফ্রি হেল্পলাইন নম্বরঃ ১০৯

 

ই-মেইলঃ nhcvawc@ yahoo.com

ওয়েবসাইটঃ www.mspvaw.org.bd ।