গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দুপচাঁচিয়া, বগুড়া।
সভাপতি ঃ- সাইফুর রহমান খান
উপজেলা নির্বাহী অফিসার
দুপচাঁচিয়া, বগুড়া
স্থান ঃ- উপজেলা পরিষদ সভাকক্ষ।
তারিখ ঃ- ২৫/০২/২০১৪।
সময় ঃ- সকাল ১০.০০ ঘটিকা ।
সভাপতি উপস্থিত সদস্য বৃন্দকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। সভায় উপজেলার আলোচ্য মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের কারন বা সম্ভাবনা আছে কি-না সে বিষয়ে জানাতে বলেন। আইন-শৃঙ্খলা উন্নয়নে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে সম্প©র্ক আলোচনা, কর্মপরিকল্পনা ও মতামত ব্যক্ত করার জন্য উপস্থিত সদস্য বৃন্দকে অনুরোধ করেন।
ক্রঃ নং | আলোচক | আলোচনা | গৃহিত সিদ্ধান্ত | বাস্তবায়ন কারি |
| গত সভার কার্য বিবরণী | সভায় জানুয়ারি/১৪ মাসের অনুষ্ঠিত সভার কার্য বিবরণী পাঠ করা হয়। অতঃপর সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে জানুয়ারি/১৪ মাসে অনুষ্ঠিত সভার কার্য বিবরণী প্রসঙ্গে কোন আপত্তি, সংশোধনী, বিয়োজনের কোন প্রস্তাব আছে কি-না তা জানাতে সদস্যবৃন্দকে অনুরোধ করেন। | সভায় গত জানুয়ারি/১৪ মাসে অনুষ্ঠিত সভার কাযবিবরণী অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যবৃন্দ কর্তৃক কোন আপত্তি সংশোধনী ও বিয়োজনের প্রস্তাব না থাকায় জানুয়ারি/১৪ মাসে অনুষ্ঠিত সভার কার্য বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয়। | সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার,দুপচাঁচিয়াবগুড়া। |
০১ | থানার অপরাধ চিত্র | অফিসার ইনচার্জ এর প্রতিনিধি জানান জানুয়ারি/১৪ মাসে থানার সংগঠিত অপরাধ প্রসংগে জানান আলোচ্য মাসে থানায় মোট ১০ টি অপরাধ সংক্রান্ত মামলা হয়েছে। মামলার বিবরণ উল্লেখ করা হলোঃ খুন ০১ মাদক দ্রব্য আইন ০২ অপহরন ০১ চুরি ০১ অন্যান্যভাবে ০৫ মোট=১০ টি মোট ১০ টি মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী কার্যক্রম জোরদার করা হয়েছে। | আলোচ্য জানুয়ারি/১৪ মাসের সংগঠিত অপরাধ চিত্র প্রসঙ্গে সভায় বিস্তারিত আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রন করতে ওসিকে আরো তৎপর হতে বলা হয়।
| অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়াথানা
|
০২ | উপজেলা স্বাস্থ্য ও পঃ | তিনি জানান যে, হাসপাতালে যে চুরি সংঘঠিত হয়েছে। মালামালসহ ষ্টক | দ্রুত তদমত্ম প্রতিবেদন দাখিলসহ দালালদের ধরে | অফিসার ইনচার্জ |
=২=
ক্রঃ নং | আলোচক | আলোচনা | গৃহিত সিদ্ধান্ত | বাস্তবায়ন কারি |
| |||
| পঃ অফিসার | রেজিষ্টার চুরি হয়েছে। নেশাখোর ব্যক্তিরা এখনও অফিসে ঘোরাফেরা করে। তিনি আরও জানান যে, পর্যাপ্ত পরিমান ঔষধ থাকা সত্ত্বেও রোগী কমে যাচ্ছে। কারন হিসেবে তিনি জানান কিছু দালাদের মাধ্যমে রোগী ট্রান্সফার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করান। | আইনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহিত হয়। |
|
| |||
০৩ | উপজেলা সমাজ সেবা অফিসার | উপজেলা সমাজ সেবা অফিসার জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিষয়ে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক সভা করার ব্যবস্থা গ্রহণের জন্য সকল মেয়র ও চেয়ারম্যান মহোদয়গণকে অনুরোধ করেন। | পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদে মাদক বিরোধী সভা আহবান করতঃ এক কপি সভার নোটিশ ও কার্যপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করার হলো। | মেয়র/ চেয়ারম্যান (সকল) |
| |||
০৪ | মোঃ আমিনুর রহমান সদস্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি | মোঃ আমিনুর রহমান সদস্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য জানান যে ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় এবং চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের জমি জরুরী ভিত্তিতে নির্ধারনের জন্য পুনঃ অনুরোধ জানান। মাঝি পাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। রাস্তার পার্শ্বে হতে কাঠের গুড়ি অপসারনের জন্য অনুরোধ করা হয়। | আমিনুর রহমানের বক্তব্য প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের চেষ্টা অব্যহত আছে। মাদক দ্রব্য বিক্রি ও কাঠের গুড়ি অপসারনের ব্যবস্থা নেয়া হবে। | উপজেলা নির্বাহী অফিসার/অফিসার ইনচার্জ | ||||
০৫ | প্রাক্তন কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ | তিনি জানান যে, হাসপাতালে রিপ্রেজেনটেটিভদের এত ভিড়। অফিস চলাকালীন সময়ে বিরত থাকার জন্য অনুরোধ জানান। ছোট ছোট বাচ্চা হাইজ্যাক হচ্ছে এর সঙ্গে একটি চক্র জড়িত আছে। এ বিষয়ে সজাগ থাকার জন্য সকলকে অনুরোধ জানান। | নির্দিষ্ট সময়ে মেডিক্যাল রিপ্রে জেনটেটিভ স্বাক্ষাৎ এর জন্য ব্যবস্থা নিতে হবে। হাইজ্যাক চক্রকে চিহিত করতে হবে। | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ও অফিসার ইনচার্জ | ||||
০৬ | চেয়ারম্যান তালোড়া ইউ,পি | চেয়ারম্যান তালোড়া ইউ,পি জানান তার ইউনিয়নে দেবখন্ড গ্রামে গ্রীল কেটে একটি মটর সাইকেল চুরি হয়েছে। মটর সাইকেল চুরির সিন্ডিকেট কে ধরার জন্য অনুরোধ করা হয়। | মটর সাইকেল চুরির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো। | অফিসার ইনচার্জ | ||||
০৭ | মোঃ গোলাম ফারুক সভাপতি প্রেস ক্লাব | তিনি জানান যে, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান। মহিলা কলেজ রোডে রাস্তার পার্শ্বে খড়ি অপসারনের জন্য অনুরোধ জানান। | তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ কর হয়। | অফিসার ইনচার্জ | ||||
০৮ | চেয়ারম্যান গোবিন্দপুর ইউ পি | তিনি জানান যে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা প্রতিটি ইউনিয়নে করলে | বিষয় টি প্রশংসনীয় এবং উদ্যেগ গ্রহণ করা যেতে | উপজেলা নির্বাহী | ||||
|
| এলাকায় একটি সচেতনতা বাড়ে এবং বাই রোটেশন করার প্রসত্মাব রাখেন। তার ইউনিয়নের বড় ধরনের হত্যার পরিকল্পনা ছিল তা রোধ করা সম্ভব হয়েছে। | পারে। | /অফিসার ইনচার্জ | ||||
০৯ | ফজলুল হক সদস্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি | তিনি জানান যে নির্বাচন পরবর্তী সময়ে গ্রামে গ্রামে লোকজনকে হুমকি দেখানো হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে বলে জানান। | বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ করা হলো। | অফিসার ইনচার্জ | ||||
১০ | মোঃ মিজানুর রহমান খান সেলিম সদস্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি | তিনি জানান উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। ছোট বাচ্চাকে হত্যা করা হয়েছে এর সুষ্ঠু বিচার হোক। রাত্রী বেলায় রাস্তায় রশি টেনে মটরসাইকেল ছিনতাই হচ্ছে। মেডিকেল রিপ্রেজেনটিভদের নিদিষ্ট সময়ে স্বাক্ষাত করার জন্য অনুরোধ জানান। গোবিন্দপুরের ঘটনা দুঃখ জনক। | রাত্রী বেলায় রাস্তায় পুলিশী টহলসহ দ্রুত হত্যা মামলার রহস্য উদঘাটনের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। | অফিসার ইনচার্জ | ||||
১১ | চেয়ারম্যান গুণাহার ইউ পি | তিনি জানান একই বিষয়ে বার বার সভায় আলোচনা হয় যা মোটেই কাম্য নয়। মাদক দ্রব্য চোরাচালান কাজে শতাধিক মটর সাইকেল ব্যবহার হচ্ছে। এই মটর সাইকেল গুলি উত্তর দিকে যায়। মটর সাইকেল গুলির প্রতি নজর রাখার দাবী জানান। | বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ করা হলো। | অফিসার ইনচার্জ | ||||
১২ | মোঃ আব্দুস সামাদ প্রাং ভাইস চেয়ারমান | তিনি জানান যে, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণ যোগ্য হয়েছে। মাদক সেবনকারী ও বিক্রেতার সঙ্গে অনেক নেতার নেতৃত্ব আছে। এটা আমার শেষ মিটিং। যদি আচার আচরন, কাজ কর্মে দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানান। | মাদক সেবনকারী ও বিক্রেতাদের খুজে বের করে চিহিত করতে ওসিকে অনুরোধ করা হলো। | অফিসার ইনচার্জ | ||||
১৩ | মেয়র তালোড়া পৌরসভা | তিনি জানান যে, নেশার বিরুদ্ধে জনসচেতনতা মূলক সভা করার আহবান জানান। | পৌরসভা সহ সকল ইউনিয়ন পরিষদে নেশার বিরুদ্ধে সচেতনতা মূলক সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। | মেয়র/ চেয়ারম্যান (সকল) | ||||
১৪ | চেয়ারম্যান উপজেলা পরিষদ | তিনি জানান যে, বার বার একই বিষয় সভায় আসে। এভাবে না করে একটি বিষয়কে কেন্দ্র করে ২/৩ মাস হলেও সেটা বাস্তবায়ন সম্ভব। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। | একই বিষয়ে বার বার আলোচনা না করার সিদ্ধান্ত গৃহিত হয়। | সভাপতি | ||||
সভাপতি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে উল্ল্যেখ করেন আইন-শৃঙ্খলা পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো। নারী নির্যাতনের কোন ঘটনা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট হতে তথ্য পাওয়া যায় নি। কাঠের গুড়ি অপসারনের বিষয়ে মিল মালিকদের কয়েকবার ডেকেছি। ডিএস মাদ্রাসার ছাত্র হত্যার সঙ্গে জড়িত ০৩ জন আসামীকে ইতোমধ্যে ধরা হয়েছে। মাদক দ্রব্য সেবনকারী ও বিক্রতাকে ধরার জন্য পুলিশকে আরও সর্তক দৃষ্টি থাকতে হবে। মাদকের বিষয়ে পুলিশ কোন সময় আপোষ করবেন না। উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে সহযোগিতা করার জন্য ধনবাদ জানান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহেব সব সময় সার্বিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যাক্ত করেন।
পরিশেষে সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(সাইফুর রহমান খান)
উপজেলা নির্বাহী অফিসার
দুপচাঁচিয়া, বগুড়া।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দুপচাঁচিয়া, বগুড়া।
স্মারক নংঃ ০৫.৫০.১০৩৩.০০০.০৩.০৪৯.১৪- ১৬৯ তারিখঃ ২৫/০২/১৪।
অনুলিপি ও সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে প্রেরণ করা হলোঃ-
১। জেলা প্রশাসক
বগুড়া।
২। পুলিশ সুপার
বগুড়া।
৩। চেয়ারম্যান
উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া, বগুড়া।
৪। ভাইস-চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান (মহিলা)
উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া, বগুড়া।
৫। উপজেলা ----------------- অফিসার, দুপচাঁচিয়া, বগুড়া।
৬। মেয়র,
দুপচাঁচিয়া/তালোড়া পৌরসভা, দুপচাঁচিয়া, বগুড়া।
৭। চেয়ারম্যান ------------------------
ইউ,পি (সকল) দুপচাঁচিয়া, বগুড়া।
৮। জনাব -------------------- সদস্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, দুপচাঁচিয়া, বগুড়া।
উপজেলা নির্বাহী অফিসার
দুপচাঁচিয়া, বগুড়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস