Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যে বাহী ধাপের হাট এবং ডিজিটাল মেলা ২০১৪ ।
Details

 

  দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যে বাহি ধাপের হাট এবং ডিজিটাল মেলা ২০১৪ ।

  বগুড়া জেলার উত্তর পশ্চিম দিকে অবস্থিত দুপচাঁচিয়া উপজেলায় এই ধাপের হাট অবিিস্থত  উক্ত হাটে  শুধু এই জেলায় নয় দেশের অনেক জেলা থেকে লোক আসে ।খাস ও ব্যক্তিমালিকানাধীন জমিতে হাট বসে। বর্তমান রেকর্ড সরকারের নামে হয়েছে। বর্তমান ফাইনাল রেকর্ড প্রচারিত হলে পেরিফেরী করার কার্যক্রম গ্রহণ করা হবে। এই হাটে সকল প্রকার জিনিশ পাওয়া যায় । নিত্য প্রয়োজনীয় এমন কোন দব্য সামগ্রী নেই যে, এই হাটে পাওয়া যায় না । সকল প্র্রকার আসবাব পত্র এই হাটে পাওয়া যায় ।